1. »
  2. রাজনীতি

শহীদদের স্মরণে শাহবাগে ছাত্রদলের সমাবেশে যুক্ত হয়েছেন তারেক রহমান

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ০৪:৫৬ পিএম | আপডেট: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ০৪:৫৮ পিএম

শহীদদের স্মরণে শাহবাগে ছাত্রদলের সমাবেশে যুক্ত হয়েছেন তারেক রহমান

শাহবাগ মোড়ে চলছে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ। ইতিমধ্যে স্টেজে উপস্থিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। এদিন বেলা ৩টা ১২ মিনিটের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে অনলাইনে যোগ দেন।

আজ রবিবার (৩ আগস্ট) দুপুর ৩টা ১৬মিনিটে কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়েছে দলটির মূল সমাবেশ।

এর আগে বেলা ১২টা থেকেই শাহাবাগের মোড় স্টেজকে কেন্দ্র করে আশে পাশের তিনটি রোডে অবস্থান করে দলের নেতাকর্মীরা।

শুরুর আগে বেলা ১টা ৫০মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে অবস্থান করেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃষ্টি শুরু হলে কিছু নেতাকর্মী ছোটাছুটি শুরু করেন।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দিলে তারা সেখানে মাইকে রাকিবকে বলতে শোনা যায়, যত ঝড়-বৃষ্টিই আসুক না কেন, আমরা সমাবেশস্থল থেকে সরে যাব না। সবকিছু উপেক্ষা করেই সমাবেশ সফল করব।

এরপর স্টেজ থেকে সমাবেশ শুরুর আগে ছাত্রদলের নেতারা বিভিন্ন স্লোগান দিয়ে কর্মীদের উজ্জিবীত রাখে। এছাড়া নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে ও নির্দেশ দিতে দেখা যায় নেতাদের।

শহীদদের স্মরণের করা ছাত্রদলের সমাবেশের স্টেজের ব্যানারে দেখা যায় জুলাইয়ে শহীদ হওয়া আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধসহ দল ও দলের বাহিরের শহীদদের ছবি।

আরও পড়ুন