‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাচ্ছেন মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ ৫ নেতা
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ১১:২১ এএম | আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ১১:২২ এএম

আজ মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছে অন্তবর্তী সরকার। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর এ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত থাকবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের দল অংশ নেবে। দলের বাকিরা হলেন— বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।
সোমবার গুলশানে চেয়ারপারসন অফিসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বৈঠক শেষ হয় রাত সাড়ে ১০টায়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন
- বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল
- খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দৌলতপুরে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল
- খুদে দাবাড়ু মুনতাহার পাশে তারেক রহমান
- চিকিৎসার জন্য সস্ত্রীক ব্যাংকক গেলেন মির্জা ফখরুল
- আরাফাত রহমান কোকো'র ৫৬তম জন্মদিনে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করল ‘আমরা বিএনপি পরিবার’
- আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এনসিপির সেই নেতাকে বহিষ্কার
- এনসিপি নেতা নিজামের ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল
- ফ্যাসিবাদী শক্তির পতন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে : লায়ন হারুন