ফ্যাসিবাদী শক্তির পতন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে : লায়ন হারুন
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ০৪:১৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ০৪:১৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে প্রেসক্লাব চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ সাবেক এমপি লায়ন মো: হারুনুর রশিদ।
তিনি বলেন, বিএনপি গণমানুষের দল বলেই আজো রাজীনতির মাঠে বিরদর্পে টিকে রয়েছে। বিগত আওয়ামী দু:শাসনের সময়ে নানাভাবে বিএনপিকে ধ্বংষ করার অপচেষ্টা করেছে তারা। মিথ্যা মামলা আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দিয়েছে। সেখানে তাকে সুচিকিৎসা পর্যন্ত দেয়নি। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করে দেশ ছাড়তে বাধ্য করেছে। দলের লক্ষ লক্ষ লোককে জেলে জুলুমের মাধ্যমে নিষ্পেষিত করতে চেয়েছে, কিন্তু তারা পারেনি। আমরা মাঠে ছিলাম আছি এবং থাকবো। কারণ শহীদ জিয়ার হাতেগড়া দল বিএনপি প্রকৃত গণমানুষের দল।
তিনি আরও বলেন, সরকার আসে ও সরকার যাবে। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রমাণ করেছে তারা এদেশের মানুষের কাছে কতটা নিগৃহীত। ফ্যাসিবাদী শক্তির পতনের মধ্যে দিয়ে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, তা হলো জনগণের জন্য কাজ করতে হবে। রাজনীতি জনগণের জন্য, আর সেই জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজো এদেশের কোটি কোটি মানুষের কাছে শ্রদ্ধার মানুষ। অন্যদিকে বিপরিত চিত্র আপনাদের সামনেই রয়েছে। গত এক বছরে আপনারা কে কি করেছেন, তার সকল কিছুই তারেক রহমানের নখদর্পণে রয়েছে। তাই কথা বলতে এবং প্রতিটি পদক্ষেপ নিতে সাবধান হতে হবে। নচেৎ ভবিষ্যত অন্ধকার।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান প্রমুখ। এসময়ে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল , শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আল মদিনা হাসপাতাল থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন
- বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল
- খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দৌলতপুরে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল
- খুদে দাবাড়ু মুনতাহার পাশে তারেক রহমান
- চিকিৎসার জন্য সস্ত্রীক ব্যাংকক গেলেন মির্জা ফখরুল
- আরাফাত রহমান কোকো'র ৫৬তম জন্মদিনে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করল ‘আমরা বিএনপি পরিবার’
- আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এনসিপির সেই নেতাকে বহিষ্কার
- এনসিপি নেতা নিজামের ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল
- ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাচ্ছেন মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ ৫ নেতা