লিটারে ১৯ টাকা কমল পাম অয়েলের দাম
মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ০১:৫২ পিএম | আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ০১:৫২ পিএম
আন্তর্জাতিক বাজারে দাম কমায় পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার।
আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে।
আজ দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে পাম ওয়েলের দাম কমানোর ঘোষণা দেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ কথা জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পামওয়েল কিনতে পারবেন।
তবে সয়াবিন তেল পূর্বের মতো লিটার ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, স্থানীয় বাজারে মোট ভোজ্যতেলের ৬০ ভাগ পাম অয়েল ব্যবহার হয়।
আরও পড়ুন
- সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ করল বাংলাদেশ ব্যাংক
- বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম
- রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে : গভর্নর
- পাঁচ ব্যাংকের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
- নির্বাচিত সরকার ছাড়া ব্যবসার পরিবেশের উন্নতি হবে না: ব্যবসায়ীদের অভিমত
- একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
- দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে ৩২ মিলিয়ন ডলার
- ফের কমল সোনার দাম