বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী
শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ০৩:৪৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ০৩:৪৭ পিএম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিমুল বিশ্বাস দৈনিক দিনকাল এর ব্যবস্থাপনা সম্পাদক।
তার ছেলে নিপুন বিশ্বাস গতকাল বুধবার জানান, তারা বাবা গত সোমবার পাবনা থেকে ঢাকায় আসার পথে অসুস্থ অনুভব করেন। পরে সেদিনই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মালেকের অধীনে ভর্তি করা হয়। আব্বুর ফুসফুসে সমস্যা থাকায় শ্বাসকষ্ট এবং ঘুমের সমস্যা দেখা দেয়। পরে ডাক্তার দ্রুততার সঙ্গে কিছু পরীক্ষার মাধ্যমে চিকিৎসা শুরু করেন। বর্তমানে আব্বুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তার চিকনগুনিয়াসহ আরও কয়েকটি রোগের টেস্ট দিয়েছেন। তিনি বলেন, পরিবারের সদস্য ছাড়া আব্বুর সঙ্গে কাউকে সাক্ষাত না করার জন্য চিকিৎসক কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা পরিবারের পক্ষ থেকে আব্বুর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
এদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, মেহনতী মানুষের আস্থা ও অকৃত্রিম বন্ধু শামছুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য শ্রমিক দলের সকল জেলা, মহানগর, বেসিক ইউনিয়ন ও আঞ্চলিক কমিটিকে নিজ নিজ ইউনিট / প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে দোয়া মাহফিলের আয়োজন করার জন্য শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছেন। আমরা শিমুল বিশ্বাসের দ্রুত রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চাই।
আরও পড়ুন
- গুম-খুনের শিকার পরিবারের কান্না বন্ধে ব্যর্থ সরকার: মির্জা ফখরুল
- আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন জরুরী, এর কোন বিকল্প নেই : লায়ন হারুন
- বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার
- ‘আমরা বিএনপি পরিবার’-এর সতর্কীকরণ বিজ্ঞপ্তি
- চীন সফরে যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা
- ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা
- গভীর রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল
- ডাকসু নির্বাচনে দুপুরের মধ্যে প্যানেল ঘোষণা করবে ছাত্রদল