ফরিদগঞ্জে বিএনপির পথসভা ও গণসংযোগ: লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে জনস্রোত
শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ১১:৪৬ পিএম | আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ১১:৪৬ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাফুয়ায় গ্রামে এক ব্যতিক্রমী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ। ফরিদগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়।
বিকালে আয়োজিত এই পথসভায় এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি লায়ন মোঃ হারুনুর রশিদ তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামের রূপরেখা নিয়ে কথা বলেন। তিনি বলেন, "জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধপরিকর। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।"
পথসভা শেষে তিনি স্থানীয় জনগণের সঙ্গে গণসংযোগে অংশ নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এই ধরনের কর্মসূচির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হচ্ছে। এই সফল আয়োজনের মধ্য দিয়ে ফরিদগঞ্জে বিএনপির রাজনীতিতে নতুন গতি এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন
- নারী ও শিশু কল্যাণে বিএনপির পরিকল্পনা জানালেন তারেক রহমান
- সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারে না : রিজভি
- মনোনয়নপ্রত্যাশীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- দৌলতপুরে ধানের শীষের পক্ষে সজীবের ভ্যান শোভাযাত্রা
- ওমরাহ পালনে সপরিবারে সৌদি যাচ্ছেন তারেক রহমান
- নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান : সালাহউদ্দিন আহমেদ