চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে
জামালপুরে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ এবং সহায়তা করবে 'আমরা বিএনপি পরিবার'
সংবাদদাতা: মোজাহিদ বিল্লাহ, বিডি প্রেস মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ১১:৩৭ এএম | আপডেট: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ১২:০০ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায়— জামালপুর জেলায় চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারদের মাঝে আর্থিক সহায়তা এবং অটোরিকশা প্রদান করবে ‘আমরা বিএনপি পরিবার’।
আগামীকাল বুধবার (২৭ আগস্ট) দুপুর ০২.০০ ঘটিকায় জামালপুরের দেওয়নগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে এই মানবিক অনুষ্ঠানটি সংঘটিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু-সহ সংগঠনটির অন্যান্য উপদেষ্টা, সদস্য সচিব, অন্যান্য সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।
মানবিক এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন— বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন
- জামায়াত নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত : জাহেদ উর রহমান
- দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- নারী ও শিশু কল্যাণে বিএনপির পরিকল্পনা জানালেন তারেক রহমান
- সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারে না : রিজভি
- মনোনয়নপ্রত্যাশীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- দৌলতপুরে ধানের শীষের পক্ষে সজীবের ভ্যান শোভাযাত্রা