1. »
  2. রাজনীতি

যাদের জনসমর্থন নেই, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই বলে গলা ফাটাচ্ছেন : লায়ন হারুনুর রশিদ

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ১১:৫২ পিএম | আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ১১:৫২ পিএম

যাদের জনসমর্থন নেই, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই বলে গলা ফাটাচ্ছেন : লায়ন হারুনুর রশিদ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, মানুষের জন্য কাজ না করলে মানুষ এক সময়ে তাদের দুরে ঠেলে দিবে। এদেশের মানুষ সন্ত্রাস নৈরাজ্য ও দুর্নীতিবাজদের কখনো চায় না বলেই পতিত আওয়ামী  এদেশে থেকে পালিয়ে গেছে। আজ তারা বনে বনে ঘুরছে। অথচ তারাই একদিন বিএনপিকে নিঃশেষ করার জন্য কত কিছুই না করেছে। কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছে তা জনগণের সামনে দৃশ্যমান। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই , যেই বাংলাদেশে  থাকবে না, সন্ত্রাস, নৈরাজ্য, জনপ্রতিনিধির নামে প্রভুত্ব দেখানোর রাজনীতি।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মানুষ কেন বিএনপিকে ভোট দিবে, কারণ বিএনপি সন্ত্রাস, নৈরাজ্যে বিশ্বাসী নয়, মানুষের পাশে থেকে তাদের মন জয় করে দেশ ও মানুষের স্বার্থে রাজনীতি করে। ফলে দেশের প্রতিটি পাড়া মহল্লায়, বাড়িতে বাড়িতে বিএনপির জনসমর্থন রয়েছে। আর যাদের জনসমর্থন নেই, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই বলে গলা ফাটাচ্ছেন।

সাবেক এমপি বলেন, যারা মানুষকে ভয়দেখিয়ে শান্তির ঘুম হারাম করে রেখেছে, এমন অপকর্মে কেউ জড়িত থাকলে তাদের প্রতিহত করতে হবে। এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা। অন্যায়কারীর কোনো ছাড় নয়। অন্যায়কারীর কাছে মাথানত নয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। সাধারণ মানুষের মন জয় করেই তাদের সমর্থন ও ভোট আদায় করতে হবে।

স্থানীয় জিএফসি স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে ও জেলা যুবদল সদস্য ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যোন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু , চট্টগ্রামস্থ ফরিদগঞ্জ ফোরামের সভাপতি খোরশেদ আলম, প্রবাসী বিএনপি নেতা শরীফ খান, পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কাজী, পৌর বিএনপি নেতা এম এম টুটুল পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহ্বায়ক মানিক পাটওয়ারী প্রমুখ। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।