আগস্টে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৯ শতাংশ
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৫ এএম | আপডেট: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৫ এএম
চলতি বছরের আগস্টে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ গত বছরের তুলনায় বেড়েছে ৯ শতাংশ। এ সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার, যা গত বছরের আগস্টের ২ দশমিক ২২ বিলিয়ন ডলারের চেয়ে বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খাতসংশ্লিষ্টদের মতে, গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি ও অনানুষ্ঠানিক বিনিময় হারের ব্যবধান কমে যাওয়া, অর্থপাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসীদের দেশপ্রেম বৃদ্ধিই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে।
তবে আগের মাসের তুলনায় এ প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হয়েছে। চলতি বছরের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার, যা আগস্টের তুলনায় ২ দশমিক ২২ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, 'রেমিট্যান্স আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখতে হলে জনশক্তি রপ্তানি আরও বাড়াতে হবে।'
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাস—জুলাই ও আগস্টে—দেশে এসেছে মোট ৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার রেমিট্যান্স। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এ বছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৪০ শতাংশ।
আরও পড়ুন
- বিশ্ব বাজারে স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি ঋণ নিচ্ছে সরকার
- এলপিজি–সংকটে বন্ধ হচ্ছে অটোগ্যাস স্টেশন : মালিক সমিতি
- দেশে রেমিটেন্স এলো ১১ হাজার কোটি টাকা
- ফের বাড়ল সোনার দাম, আজ থেকে কার্যকর
- দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
- দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে ডিসেম্বরে
- স্বর্ণের দাম কমল ভরিতে ১৪৫৮ টাকা