হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাপা: রিজভী
সংবাদদাতা: আব্দুল্লা হিল কাফী মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:২৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:২৮ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, জাতীয় পার্টি দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। তারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে, তাই তাদের আইন অনুযায়ী বিচার হওয়া উচিত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, বিএনপি এখন রাষ্ট্রক্ষমতায় নেই। দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। তাহলে জাতীয় পার্টির দায় কেন বিএনপির ঘাড়ে আসবে?
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ১৬ বছর ধরে সাংবাদিকতা এবং এক্টিভিজম (সামাজিক ও রাজনৈতিক সচেতনতা) এক করে রেখেছিল। তারা নির্বাচন ধ্বংস করেছে, সাংবাদিকতা ধ্বংস করেছে।
রিজভীর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা নেই—সেটা আমরা দেখছি, পড়ছি। কিন্তু তার শাসনামলে যে অন্যায় হয়েছে, তার বিচার এখনও দেখা যাচ্ছে না। তিনি এ সময় জোর দিয়ে বলেন, বিএনপি কোনো মব সংস্কৃতিতে বিশ্বাসী নয়। আমরা আইনের শাসন, গণতন্ত্র ও ন্যায়ের ভিত্তিতে রাজনীতি করি।
আরও পড়ুন
- জামায়াত নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত : জাহেদ উর রহমান
- দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- নারী ও শিশু কল্যাণে বিএনপির পরিকল্পনা জানালেন তারেক রহমান
- সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারে না : রিজভি
- মনোনয়নপ্রত্যাশীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- দৌলতপুরে ধানের শীষের পক্ষে সজীবের ভ্যান শোভাযাত্রা