বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি
সংবাদদাতা: মো: মুস্তাকিম বিল্লাহ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:২১ পিএম | আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:১৪ পিএম

ফরিদগঞ্জ (চাঁদপুর): নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে দলের জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে শোভাযাত্রাটি ফরিদগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ‘গণতন্ত্র মুক্তি পাক’, ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ এবং ‘ভোটের অধিকার ফিরে চাই’—এরকম বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
শোভাযাত্রার আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় লায়ন মো. হারুনুর রশিদ বলেন, “বিএনপি দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল, যারা জনগণের অধিকার আদায়ে সব সময় লড়াই করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের এই আন্দোলনকে আরও বেগবান করতে হবে।”
এই কর্মসূচিতে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- নির্বাচনের আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি মির্জা ফখরুলের
- সাবেক সচিবের মৃত্যুতে তারেক রহমানের শোক
- গুলি করে চার্লি কার্কে হত্যার ঘটনায় তারেক রহমানের নিন্দা
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- অতীতের ইতিহাসের জন্য জামায়াতকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন ফারুক
- বিশ্বমানবের কাছে হযরত মুহাম্মদ (সা:) অসাধারণ এক আলোকবর্তিকা : মির্জা ফখরুল
- তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দৌলতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত