পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা দিলেন ছাত্রদল নেতা সূর্য
সংবাদদাতা: মোস্তাকিম বিল্লাহ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৫১ পিএম | আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৪৯ পিএম

তিতুমীর কলেজ এর ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের দুজন শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা দিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য।
আর্থিক সমস্যার কারনে প্রথম বর্ষের ফরম পূরণ কারতে না পারা শিক্ষার্থীদের একজন ২৩-২৪ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং অপরজন উদ্ভিদবিজ্ঞান বিভাগের নারী শিক্ষার্থী৷
তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্যের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করলে, তিনি তাদেরকে তাৎক্ষণিক অর্থনৈতিকভাবে সহোযোগিতা করেন। নোবেল ইসলাম সূর্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
তারা মনে করেন, এমন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ছাত্রনেতারা সমাজের প্রতি তাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। শিক্ষার্থী দুজন নোবেল ইসলাম সূর্য এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন।
নোবেল ইসলাম সূর্য বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর একটি প্ল্যাটফর্ম। আমরা ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। এই দুজনের আর্থিক সমস্যার কথা জানতে পেরে আমি তার পাশে দাঁড়িয়েছি। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরো বলেন, এটি অন্যান্য শিক্ষার্থীদের জন্যও একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।” আমি চাই যাদের সহোযোগিতা করার সামার্থ্য আছে, তারা সবাই অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করুক।
আরও পড়ুন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
- রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি : ভিপি পদপ্রার্থী আবিদুল
- ডাকসু নির্বাচন : নিরাপত্তার চাদরে ডাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
- ভোটের পরিবেশ সামগ্রিকভাবে ভালো : জিএস পদপ্রার্থী হামিম
- ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- মরহুম এম. সাইফুর রহমানকে সিকৃবি ভাইস-চ্যান্সেলরের সম্মাননা স্মারক প্রদান
- ডাকসু নির্বাচন প্রচারণার শেষ দিন আজ
- ডাকসুর প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া ছাত্র বহিষ্কার