1. »
  2. রাজনীতি

জাতীয়তাবাদী শ্রমিক দলের জরুরী যৌথ সভা অনুষ্ঠিত

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০১:০৮ এএম | আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০১:০৯ এএম

জাতীয়তাবাদী শ্রমিক দলের জরুরী যৌথ সভা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন’ এর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটি, বেসিক ইউনিয়নের কর্মকর্তা, জাতীয় পর্যায়ের সিবিএ প্রতিনিধি ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতৃবৃন্দের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। 

আজ রবিবার ২১ সেপ্টেম্বর রাত ৮ থেকে রাত ১০ টা পর্যন্ত সভা চলার পর মুলতবি করে আগামী কাল বিকেল ৫ টায় পুনরায় সভা অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা করা হয়। শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ সংহতি ও ঐক্য ধরে রাখার উপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের ঐক্য বজায় রেখে সকল  ধরনের বিশৃঙ্খলা রোধ করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। 

জাতীয়তাবাদী শ্রমিক দল বিভিন্ন সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের অশুভ তৎপরতা কঠোর হস্তে দমন করার জন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাড: শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি মো: আনোয়ার হোসেন, সহ সভাপতি -আবুল কালাম আজাদ ও মেহেদী আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক - মোস্তাফিজুল করিম মজুমদার,সহ সাধারণ সম্পাদক- মিয়া মিজানুর রহমান ও  জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক - জাকির হোসেন ও আবদুল গফুর, অর্থ সম্পাদক - রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক - মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আন্তর্জাতিক সম্পাদক - আসাদুজ্জামান বাবুল, যুব সম্পাদক - খোরশেদ আলম, সহ প্রচার সম্পাদক - মফিদুল ইসলাম মোহন, সহ অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তর কমিটির আহবায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য সচিব বদরুল আলম সবুজ, তিতাস গ্যাস ইউনিয়নের সভাপতি খন্দকার জুলফিকার মতিন সহ নেতৃবৃন্দ।