ঢাকায় বৃহৎ শ্রমিক সমাবেশের সিদ্ধান্ত জাতীয়তাবাদী শ্রমিক দলের
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:২৩ পিএম | আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৩৪ পিএম
শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় ও শ্রমিকদের উজ্জীবিত করতে ঢাকায় বৃহৎ শ্রমিক সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
গতকাল রবিবার ও আজ সোমবার জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, বেসিক ইউনিয়নের কর্মকর্তা, জাতীয় পর্যায়ের সিবিএ প্রতিনিধি ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতৃবৃন্দের দীর্ঘ এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা করা হয়। শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ সংহতি ও ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের ঐক্য বজায় রেখে সকল ধরনের বিশৃঙ্খলা রোধ করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল বিভিন্ন সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অশুভ তৎপরতা কঠোর হস্তে দমন করার জন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি মো: আনোয়ার হোসেন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও মেহেদী আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মিয়া মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও আবদুল গফুর, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, যুব সম্পাদক খোরশেদ আলম, সহ-প্রচার সম্পাদক মফিদুল ইসলাম মোহন, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তর কমিটির আহবায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য সচিব বদরুল আলম সবুজ, তিতাস গ্যাস ইউনিয়নের সভাপতি খন্দকার জুলফিকার মতিনসহ নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- প্রাণীপ্রেমী রুহুলের পাশে দাঁড়ালেন তারেক রহমান
- মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
- বিজয় দিবসে বিএনপির কর্মসূচি
- ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে
- ওসমান হাদিক বিদেশে নেওয়ার প্রস্তুতি
- হাদির ঘটনার পুনরাবৃত্তি হতে পারে : মির্জা ফখরুল
- মহতুল হোসাইনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
- হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার