1. »
  2. শিক্ষা

মাদরাসা শিক্ষায় আসছে পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন বিভাগ

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০১ এএম | আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০১ এএম

মাদরাসা শিক্ষায় আসছে পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন বিভাগ

দেশের মাদরাসা শিক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে। এর মধ্যে দাখিল ও আলিম স্তরের মাদরাসাগুলোতে এবার চালু হতে যাচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। 

আগামী শিক্ষাবর্ষ থেকেই নবম শ্রেণি থেকে এই বিভাগ চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগ্রহী মাদরাসাগুলোকে বিভাগ খোলার জন্য আবেদন করতে হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী সপ্তাহে।

মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একসময় মাদরাসা শিক্ষাব্যবস্থা ছিল একমুখী, শুধু মানবিক বিভাগেই সীমাবদ্ধ। পরে আমরা বিজ্ঞান বিভাগ চালু করি। এখন সেই শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে। দেশের বাইরেও কাজ করছে।

চেয়ারম্যান আরও বলেন, সেই ধারাবাহিকতায় এবার ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে। ইতোমধ্যে একাধিক সেমিনার ও ওয়ার্কশপ হয়েছে। পাঠ্যবইও চূড়ান্ত করা হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, মাদরাসার শিক্ষার্থীদের কারিগরি ও কর্মমুখী দক্ষতায় এগিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু ধর্মীয় বা সাধারণ শিক্ষা নয়, এখন থেকে তারা ব্যবসায় শিক্ষা নিয়েও উচ্চশিক্ষায় অগ্রসর হতে পারবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মাদরাসা শিক্ষার্থীরা হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, বিপণনসহ নানা বিষয়ের ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা পাবে। পরবর্তীতে তারা ব্যাংক, বীমা, করপোরেট বা উদ্যোক্তা খাতে কাজ করার সুযোগ পাবে।

বোর্ড জানিয়েছে, শুরুতে কিছু নির্বাচিত মাদরাসায় পরীক্ষামূলকভাবে এই বিভাগ চালু হবে। সফলতা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের অন্যান্য মাদরাসায় এটি সম্প্রসারিত করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত মাদরাসা শিক্ষার আধুনিকায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে শিক্ষার্থীদের কর্মক্ষেত্র আরও বিস্তৃত হবে, বাড়বে আত্মনির্ভরতা। এই উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নের কাজও চলমান রয়েছে বলে জানিয়েছে বোর্ড।