শান্তিপূর্ণ পূজা পালনে বিএনপি নেতা-কর্মীরা নিরলস কাজ করছেন : লায়ন হারুন
বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ০১:৪৮ পিএম | আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ০১:৪৮ পিএম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শুরু করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
সোমবার বিকেলে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আবহমানকাল থেকে এদেশে হিন্দু-মুসলিমসহ সকল সম্প্রদায় নিজের উৎসবে সকলে মিলে অংশগ্রহণ করে উৎসবকে রঙ্গিন করে তোলে। ফলে এসব উৎসব জাতি-ধর্মের ঊর্ধ্বে উঠে এদেশের প্রকৃতির চিত্র তুলে ধরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সেই আদর্শকে ধারণ ও বিশ্বাস করে। বিএনপি বিশ্বাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বীর সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি আদর্শবান রাষ্ট্রে পরিণত হয়েছে।
তিনি বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতোমধ্যে আমাদের দলের সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন আপনাদের প্রতি প্রতিটি পূজামণ্ডপের নিয়মিত খোঁজখবর রাখার জন্যে। সেজন্যে আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন। আজকে পূজামণ্ডপগুলো ঘুরে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি, তারা খুব ভালোভাবেই পূজা উদযাপন করছে। উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা সার্বক্ষণিকভাবে তাদের সহযোগিতা করেছে।
আশা করছি আগামী দুই দিন আপনারা ভালোভাবে পূজা উদযাপন করবেন।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মৃধা, শাওন পাঠান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিন আহমেদ ভূঁইয়া, বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইউপি সদস্য সাগর মেম্বার, বিএনপি নেতা মনির মাস্টারসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারে না : রিজভি
- মনোনয়নপ্রত্যাশীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- দৌলতপুরে ধানের শীষের পক্ষে সজীবের ভ্যান শোভাযাত্রা
- ওমরাহ পালনে সপরিবারে সৌদি যাচ্ছেন তারেক রহমান
- নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান : সালাহউদ্দিন আহমেদ
- সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান