রাজধানীতে বাস থামিয়ে গুলি, এরপর দিল আগুন
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ০২:৩৬ পিএম | আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ০২:৩৬ পিএম
রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় যাত্রীবাহী আলিফ পরিবহনের একটি বাস লক্ষ্য করে গুলি ও এরপর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মেট্রোরেলের ২৬৬ নাম্বার পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
বাসের চালক, সহকারী ও যাত্রীদের বরাত দিয়ে তিনি বলেন, বাসটি যখন সেনপাড়া এলাকায় পৌঁছায় তখন কয়েকজন হাতের ইশারা দিয়ে বাসটিকে থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয় দুষ্কৃতকারীরা। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং আগুন দেয়।
কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়। যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এ ঘটনা ঘটিয়েছে বলে বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে। বাস মালিকদের একটি মামলা করতে বলা হয়েছে।
আরও পড়ুন
- জিয়া উদ্যানের লেকে এবার মাছের পোনা ছাড়লো ‘আমরা বিএনপি পরিবার’
- বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
- গুলশানে চাঁদাবাজি: গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা অপু গ্রেপ্তার
- জুলাই যোদ্ধাদের নিজেদের মধ্যে সংঘর্ষ
- ‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান
- পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের ঢল
- ইজতেমা ময়দানে ১৪৪ ধারা জারি
- যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছরকে শোকজ