1. »
  2. রাজধানী

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি

মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬ ১২:২০ পিএম | আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬ ১২:২০ পিএম

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি

শীত এলেই রাজধানীতে গ্যাসের তীব্র সংকট দেখা দেয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। বাসাবাড়িতে ঠিকমতো রান্না করা সম্ভব হচ্ছে না। দিনের বেশিরভাগ সময় চুলায় পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। 

এলপিজি গ্যাসের তীব্র সংকট ও দাম বৃদ্ধিতে দুর্ভোগ আরও বেড়েছে। মগবাজার, হাতিরপুল, সেন্ট্রাল রোড, কাঁঠালবাগনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এখন এমন চিত্র স্পষ্ট দেখা যাচ্ছে। 

বাসাবাড়িতে রান্না বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনছেন। কেউ কেউ আবার বিকল্প উপায়ে খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছেন। 

গ্রাহকদের অভিযোগ, একদিকে নিয়মিত গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার কিনতেও বাধ্য হচ্ছেন। হঠাৎ করে সিলিন্ডারের সংকট ও লাগামছাড়া দামের কারণে অনেক পরিবার বাইরে থেকে খাবার কিনে খাওয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

এদিকে যানবাহনে গ্যাস নেওয়ার জন্য ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। চালকদের ভাষ্য, গ্যাসের চাপ কম থাকায় দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করেও সিলিন্ডার পুরোপুরি ভর্তি করা যাচ্ছে না। এতে ডিউটির সময় বেড়ে যাচ্ছে এবং আয় কমে যাচ্ছে।

নগরবাসী যখন চরম সংকটে ভুগছেন, তখন তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী কাজী সাইদুল হাসান বলেন, “প্রায়োরিটি অনুযায়ী প্রয়োজনীয় খাতে গ্যাস সরবরাহের পর আবাসিক এলাকায় দেওয়ার চেষ্টা করা হয়। ঢাকায় প্রতিদিন ১৬৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও অবৈধ সংযোগের কারণে সংকট তৈরি হচ্ছে। প্রতিটি বাড়িতে নজরদারি করা সম্ভব নয়। অবৈধ লাইন কেটে দেওয়া হলেও কয়েক দিনের মধ্যে আবার ব্যবহার শুরু হয়।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংকট কাটাতে যৌক্তিক দামে এলপিজি গ্যাসের সরবরাহ বাড়ানো জরুরি। আইইইএফের প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, প্রতিবছর জ্বালানির চাহিদা বাড়ছে। তাই সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অপচয় রোধে আধুনিক ও দক্ষ যন্ত্রপাতি ব্যবহারে গুরুত্ব দিতে হবে।

এদিকে বাজারে এলপিজি গ্যাসের দাম নিয়েও চরম নৈরাজ্য চলছে। এরই মধ্যে গত রবিবার (৪ জানুয়ারি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়ানো হয়েছে। তবে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অনেক ক্ষেত্রে নগরবাসীকে দ্বিগুণ দামে সিলিন্ডার কিনতে হচ্ছে।