দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে ৩২ মিলিয়ন ডলার
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ১০:৪৯ এএম | আপডেট: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ১০:৪৯ এএম
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩২১৭৮ মিলিয়ন বা ৩২ দশমিক ১৭ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সব শেষ তথ্যানুযায়ী, ২৭ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২১৭৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৭৩৭৬ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ২১ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩২১০৭ দশমিক ৯১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৭৩৫০ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
আরও পড়ুন
- একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
- ফের কমল সোনার দাম
- রেকর্ড বৃদ্ধির পর এবার কমল সোনার দাম, আজ থেকেই কার্যকর
- নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ
- ফের বাড়ল সোনার দাম
- চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন
- সোনার দামে নতুন রেকর্ড, ভরিতে বেড়েছে ৪৬১৮ টাকা
- আজ থেকে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হবে সোনা, বেড়েছে রুপার দামও