দেশের সব ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ১১:০০ এএম | আপডেট: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ১১:০০ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ (মঙ্গলবার) দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়। এর আগে গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছিল।
ইসি জানায়, ভোটের সার্বিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়ে একটি দিকনির্দেশনামূলক ব্রিফিং অনুষ্ঠিত হবে।
এদিকে, সম্প্রতি নির্বাচন কমিশন বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে।
উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
- শাহজালাল বিমানবন্দরে প্রবেশে বিশেষ সতর্কতা জারি
- ভারতের হাইকমিশনার
- বগুড়ায় অস্ত্রের মুখে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার
- যাথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে
- ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভানের’ যাত্রা শুরু
- গানম্যান পেলেন ২০ জন
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক