তারেক রহমানের নিরাপত্তায় 'এসএসএফের সহায়তা চাওয়া হয়নি : শামসুল ইসলাম
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ০২:৪৯ পিএম | আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ০২:৪৯ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সরকার থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) চাওয়া হয়নি বলে দাবি করেছেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব.) শামসুল ইসলাম।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শামসুল ইসলাম বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে। বর্তমানে যতটুকু নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তার চেয়েও বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। এর মধ্যে অতীতে মায়ের সংকটকালেও দেশে ফিরতে না পারার প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস নতুন করে এ বিষয়ে গুঞ্জন সৃষ্টি করে।
সম্প্রতি তারেক রহমানের দেশে ফেরার সময়সূচি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে তার নিরাপত্তায় এসএসএফ চাওয়া হয়েছে—এমন আলোচনা শুরু হয়। তবে বুধবারের সংবাদ সম্মেলনে এ দাবি নাকচ করেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা।
আরও পড়ুন
- যেকোনো মূল্যে বিশৃঙ্খলা প্রতিহত করে, দেশের শৃঙ্খলা রক্ষা করতে হবে : তারেক রহমান
- ৩০০ ফিটের উদ্দেশে তারেক রহমান
- 'দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর অবশেষে দেশের মাটিতে' : তারেক রহমান
- সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
- ঝিনাইদহ ৪ আসনে বিএনপি প্রার্থী হচ্ছেন রাশেদ খান
- দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান
- গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর
- এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুবশক্তি নেত্রী গ্রেপ্তার