1. »
  2. রাজনীতি

৩০০ ফিটের উদ্দেশে তারেক রহমান

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৬ পিএম

৩০০ ফিটের উদ্দেশে তারেক রহমান

ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে ১১টা ৪০ মিনিটে অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি। তার সঙ্গে রয়েছে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জেইমা রহমান। বিমান থেকে নেমে তিনি নিজ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। 

বিমান বন্দর থেকে বের হয়ে জুতা খুলে খালি পায়ে ঘাসের ওপর কিছুক্ষণ হাঁটেন এবং মাটি হাত দিয়ে স্পর্শ করেন তিনি। 

এরপর তার জন্য নির্ধারিত লাল সবুজ সবার আগে বাংলাদেশ লিখা বুলেটপ্রুফ বাসে ৩০০ ফিটের উদ্দেশে রওনা দিয়েছেন। এতক্ষণে তিনি কুড়িল ফ্লাইওভারের কাছাকাছি পৌঁছে গিয়েছেন।

গণমাধ্যমে দেখা যাচ্ছে, তিনি হেঁটে বের হচ্ছেন ও দলের অন্যান্য নেতাদের সাথে সাক্ষাৎ করে কথা বলছেন। বিমানবন্দরের বাসে উঠে তিনি ভিআইপি গেট দিয়ে বের হয়ে  ।

তাঁর জন্য নির্ধারিত গাড়িটি নিয়ে অপেক্ষা করছে সিএসএফ এর সদস্যরা। কিছুক্ষণের মধ্যে সেই গাড়িতে চরে সরাসরি ৩০০ ফিটে রওনা দেবেন তিনি।

এর আগে ৯টা ৫৫ মিনিটে সিলেট বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। সেখানে ১ ঘণ্টার বিরতি শেষে ১০টা ৫৫ মিনিটে আবার ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।