1. »
  2. রাজনীতি

'দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর অবশেষে দেশের মাটিতে' : তারেক রহমান

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৫ এএম

'দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর অবশেষে দেশের মাটিতে' : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি সিলেটে অবতরণ করেছে। সিলেটে পৌঁছে তারেক রহমান তার পেজে লিখেছেন, 'অবশেষে দেশের মাটিতে'। এর  ১ ঘন্টা আগে অন্য পোষ্টে লেখেন, 'দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!'।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার কিছুটা আগে সেখানে অবতরণ করে। এখানে প্রায় ১ ঘণ্টার  গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। বর্তমানে প্লেন্টি ঢাকার কাছাকাছি রয়েছে। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে শাহজাজাল বিমানবন্দরে অবতরণ করবে।

দেশে ফিরেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন তারেক রহমান। ওই পোস্টে তিনি দুটি ছবি যুক্ত করে লেখেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’ ছবি দুটির একটিতে দেখা যায় তারেক রহমানকে। অপরটিতে তার সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানকে দেখা যায়। 

এদিকে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বাবার মতো একই কথা লিখে নিজের ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করেছেন।

ছবিটিতে তারেক রহমান ও জুবাইদা রহমানের সঙ্গে দেখা যায় তাদের একমাত্র সন্তান জাইমা রহমানকে।