জাবির হল থেকে বিদেশি মদসহ শিক্ষার্থী আটক
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬ ১০:৫৬ এএম | আপডেট: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬ ১২:০৮ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হলের কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়।
গতকাল রবিবার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটক শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। জানা যায়, ফজলে আজওয়াদের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারটিয়া গ্রামে। তার বাবা ওই এলাকার পারারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
হল সূত্র জানায়, আটক শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে বৈধ আবাসিক শিক্ষার্থী নন। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে হলে অবস্থান করছিলেন।
গোপন সূত্রে জানা যায়, উদ্ধার মদগুলো তারটিয়া এলাকার পার্শ্ববর্তী বাংলাদেশ–ভারত সীমান্ত থেকে অবৈধভাবে সালমান নামের এক ডিলারের মাধ্যমে সংগ্রহ করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক জানান, আমরা আজ গোপন সূত্রে জানতে পারি, এই হলের ৭২৩ নম্বর রুমে মাদকদ্রব্যের উপস্থিতি আছে।
এই প্রেক্ষিতে, আমরা হল প্রশাসন এবং হল সংসদ একটি অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা ২১ বোতল বিদেশি মদ জব্দ করি।
তিনি জানান, আমরা এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেব এবং সংশ্লিষ্টদের ব্যাপারে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।
আরও পড়ুন
- ২০২৬ এসএসসি পরীক্ষা কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ
- পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই চলছে জকসু নির্বাচন
- জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে
- বেগম খালেদা জিয়া’র কবরে শেকৃবি ‘বৃহত্তর বগুড়া সমিতি’র শ্রদ্ধাঞ্জলি
- শিক্ষাবর্ষের প্রথম দিন নতুন বই পাচ্ছে না
- বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা
- নতুন পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ প্রকাশ
- ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরিক্ষা আজ