কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬ ১২:২৫ পিএম | আপডেট: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬ ১২:৩৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন, তিনি পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।’
উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ শাকিল গণমাধ্যমকে বলেন, ‘বিএনপি পাগল কর্মী জাগির হোসেন স্বৈরাচার সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হন। আমাদের নেতা তারেক রহমান আশা করি শহীদ জাগির হোসেনের দুই এতিম সন্তানসহ তার পরিবারের খোঁজ নেবেন এবং কবর জিয়ারতে উখিয়া আসবেন। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির হবে।’
আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে, পরদিন ১২ জানুয়ারি রংপুরে তার শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে।
ইতোমধ্যে ১৩টি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠিয়েছেন তারেক রহমান। এ সফর কোনো নির্বাচনী প্রচারণামূলক বা রাজনৈতিক উদ্দেশ্যে নয় নিশ্চিত করে চিঠিতে লিখেছেন, ২৪এর গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদসহ জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশজুড়ে দোয়ার অংশ হিসেবে এ সফর।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন।
চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন, তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
আরও পড়ুন
- ৪ দিনের সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান
- বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান
- খালেদা জিয়ার আসনে বিএনপির প্রার্থী হবেন কারা?
- দেশের পক্ষের শক্তি বিএনপিকে মানুষ বিজয়ী করবে : মির্জা ফখরুল
- দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক চলছে আজ
- দায়িত্বশীল ও পেশাদারিত্বের জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা
- আপনার নেতৃত্বে দু'দেশের অংশীদারিত্বের নতুন সূচনা হবে : নরেন্দ্র মোদি
- এনসিপি থেকে জারার স্বামীর পদত্যাগ