1. »
  2. খেলার মাঠ

আজ দেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬ ১০:৪৭ এএম | আপডেট: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬ ১০:৪৭ এএম

আজ দেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

ফুটবল বিশ্বকাপের আনন্দোৎসব শুরু হতে বাকি প্রায় পাঁচ মাস। ১১ জুন মেক্সিকো থেকে শুরু হবে এবারের আসর। এর আগে বিশ্বভ্রমণে বেরিয়েছে সোনালি এই ট্রফি। আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে আজ এই ট্রফি আসছে ঢাকায়। 

এই নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে বিশ্বকাপের ট্রফিটি নিয়ে আসছে ফিফা। সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দেখতে পেয়েছিলেন পাঁচ কেজি ওজনের ১৮ ক্যারেট স্বর্ণের স্বপ্নিল ট্রফিটি। 

তবে এবার ঢাকায় খুব বেশি সময় থাকছে না এই ট্রফি। সকাল ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হবে ট্রফি-বরণ অনুষ্ঠান। এরপর ফিফার স্পন্সর কোকাকোলার সহযোগিতায় আজ দুপুর ২.৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার পাঁচতারা হোটেল রেডিসন ব্লুতে রাখা হবে ট্রফিটি। কোকাকোলার বিশ্বকাপ ক্যাম্পেইনে অংশ নেওয়া ভাগ্যবানরা সামনে থেকে দেখার সুযোগ পাবে ঐতিহাসিক ট্রফিটি। এ সফরে ফিফার প্রতিনিধি হয়ে আসছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

প্রথমবার বিশ্বকাপের ট্রফি এসেছিল ২০০২ সালে, তবে সেবার সেটা ছিল রেপ্লিকা। এরপর প্রথমবার আসল ট্রফি ঢাকায় আসে ২০১৩ সালে। এবার চতুর্থবারের মতো আসছে বাংলাদেশের ফুটবল ভক্তদের সামনে। ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদ থেকে এবারের ভ্রমণ শুরু হয় বিশ্বকাপ ট্রফির। বিশ্বকাপের আগে অন্তত ৩০টি দেশের ৭৫টি শহরে ঘুরবে ট্রফিটি। কোকাকোলার দাবি ২০ বছর ধরে বিশ্বের প্রায় ৪০ লাখ সমর্থকের সামনে এই ট্রফিটি নিয়ে গেছে তারা। ঢাকা থেকে ট্রফিটির পরবর্তী গন্তব্য দক্ষিণ কোরিয়া।