1. »
  2. খেলার মাঠ

বাংলাদেশের সমর্থনে পাকিস্তানেরও বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত

সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ ০১:১৮ পিএম | আপডেট: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ ০১:১৮ পিএম

বাংলাদেশের সমর্থনে পাকিস্তানেরও বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে পাকিস্তানও নিজেদের নাম প্রত্যাহারের কথা ভাবতে পারে বলে জানিয়েছে দেশটির একটি গণমাধ্যম। পাকিস্তানের জিও উর্দু টিভি গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এমন ইঙ্গিত দিয়েছে।

প্রতিবেদনটিতে পাকিস্তান সরকারের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশ সরকার তাদের সিদ্ধান্তের বিষয়টি পাকিস্তান সরকারকে অবহিত করেছে। এতে স্পষ্টভাবে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সরকার এই অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বাংলাদেশের উদ্বেগ ও কারণগুলোকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা মনে করে, কোনো দেশকে ভয়ভীতি দেখিয়ে বা চাপ সৃষ্টি করে সিদ্ধান্তে বাধ্য করা উচিত নয়।

সূত্রটি আরও জানায়, যদি বাংলাদেশের সমস্যার কোনো সমাধান না হয়, তাহলে পাকিস্তান সরকারও টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে পারে।

এর আগে জিও টিভির আরেকটি প্রতিবেদনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল, শ্রীলঙ্কা যদি কোনো কারণে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে না পারে, তাহলে পাকিস্তান সেই ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত। পাকিস্তানের সব ভেন্যুই বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে এখনো পিসিবির পক্ষ থেকে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

একইভাবে, পিসিবির পক্ষ থেকেও এখন পর্যন্ত এমন কোনো ঘোষণা আসেনি যে বাংলাদেশ বিশ্বকাপে না খেললে পাকিস্তানও অংশ নেবে না। তবুও জিও টিভির এই প্রতিবেদন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে এবং ইতোমধ্যে ভারতীয় গণমাধ্যমেও বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

বাংলাদেশ সরকারের অবস্থানের পক্ষে আইসিসির বোর্ড সভায় পাকিস্তান যে সমর্থন দেবে, তা প্রায় নিশ্চিত। তবে অতীত ইতিহাস বলছে, পাকিস্তান কখনোই বিশ্বকাপ বয়কট করেনি। এমনকি ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ থাকার পরও তারা ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে সফর করেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারত পাকিস্তানে না যাওয়ায় দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত ওই সমঝোতা অনুযায়ী, পরবর্তী তিন বছরে দুই দেশ একে অপরের দেশে গিয়ে খেলবে না। এই বাস্তবতার কারণেই এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাকেও সহ-আয়োজক করা হয়েছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে পাকিস্তান সত্যিই নিজেদের নাম প্রত্যাহার করবে কি না—তা এখন আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।