ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬ ০৮:০১ পিএম | আপডেট: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬ ০৮:০১ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট প্রদান করতে এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দিচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে এক হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রয় ও তা সুসজ্জিত করার জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) এই বরাদ্দের অনুমোদন দিয়েছে। যদিও ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত করার শর্ত আরোপ করা হয়েছে।
জানা গেছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের ‘আবাসিক ভবন’ খাতে বরাদ্দ রাখা ছয় কোটি টাকা থেকেই এই অর্থ ব্যয় করা হবে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের উদ্দেশ্যে রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে মোটরসাইকেলে আসা আততায়ীরা তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে।
আরও পড়ুন
- নির্বাচনের সময় মোটরসাইকেলসহ চার যান চলাচলে নিষেধাজ্ঞা
- নির্বাচনে দায়িত্বরতরা গণভোটের প্রচারণা করতে পারবে না : ইসি
- নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে তিন দিন সরকারি ছুটি ঘোষণা
- ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ
- ভারতে হাসিনাকে বক্তব্যের অনুমতি দেওয়ায় বাংলাদেশের তীব্র প্রতিবাদ
- নির্বাচনে থাকবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক
- ফেনীতে ইপিজেড ও মেডিকেল কলেজ করার ঘোষণা তারেক রহমানের
- দ্রুত পোষ্টাল ব্যালটে ভোট দেওয়ার আহ্বান