জীবনের শেষ সাক্ষাৎকারে যা বলে গেছেন আহমেদ রুবেল
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৩০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৩০ পিএম

আহমেদ রুবেল চলে গেছেন না ফেরার দেশে। আগামীকাল ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। আট বছর পর মুক্তি পাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমাটি। জয়া আহসানের পাশাপাশি এই চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আহমেদ রুবেল।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হওয়ার কথা। প্রদর্শনীতে অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এ অভিনেতা। কিন্তু সিনেমার প্রদর্শনী শুরুর আগেই তার মৃত্যুর খবর পাওয়া যায়।
এদিকে গত ৫ ফেব্রুয়ারি ছবিটির মুক্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ রুবেলসহ আরও অনেকে। সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেছিলেন, ‘আমাদের পুরো টিমটাই খুব পরিচিত। একাধিকবার কাজ করেছি আমরা। তারিক আনাম খান ভাইয়ের সঙ্গে কাজ করেছি অনেকবার, ছবিতে না হলেও নাটকে কাজ করেছি। জয়ার সঙ্গেও কাজ করেছি। সে হিসেবে মনে হয়েছে সব কিছুই খুব চেনা। চেনা চরিত্রে কাজ করেছি। কাজ করে যথেষ্ট ভালো লেগেছে।’
আরও পড়ুন
- বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
- হাসপাতালে ভর্তি বিজয় দেবরকোন্ডা
- আমি কখনোই এনসিপিকে সমর্থন করব না : সায়ান
- নারী নির্যাতন মামলায় সংগীত শিল্পী নোবেল গ্রেপ্তার
- হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে আটকের আবেদন
- নুসরাত ফারিয়া গ্রেফতার
- আমিরের নতুন সিনেমা বয়কটের ডাক
- মুস্তাফা জামান আব্বাসী আর নেই