বিতর্কিত গোলে বিশ্বকাপ স্বপ্ন শেষ ভারতের
বুধবার, ১২ জুন, ২০২৪ ০২:২৫ পিএম | আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪ ০২:২৫ পিএম

বিশ্বকাপ বাছাইয়ে রাউন্ড-২ এর ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামে ভারত। পরের রাউন্ডে যেতে এই ম্যাচ জয় প্রয়োজন ছিল ভারতের। তবে বিতর্কিত এক গোলে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ভারত। সেইসঙ্গে বিশ্বকাপ স্বপ্ন শেষ ইগর স্টিমাচের শিষ্যদের।
ম্যাচের শুরু থেকে ভারতের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কাতার। তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় ভারত। ম্যাচের ৩৬ মিনিটে গোলের দেখা পায় ভারত। লালিয়ানজুয়ালা ছাংতের করা গোলে লিড নেয় ভারত। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে কাতার। তবে আক্রমণে আটকে যায় ভারতীয় ডিফেন্সে। ম্যাচের ৭৪ মিনিটে গোল শোধ করে কাতার। এই গোল নিয়েই দেখা দেয় বিতর্ক।
বল গোল পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। তবে কাতারের আল হাসান সেই বল মাঠে ঢুকিয়ে দিলে সেখান থেকে গোল করেন ইউসুফ আয়মান। এরপর ভারতের ফুটবলাররা রেফারির কাছে অভিযোগ করেন। তবে তা নাকচ করে দেন রেফারি।
এরপর ম্যাচের ৮৬ মিনিটে আহমেদ আল রাউইয়ি গোল করে লিড এনে দেন কাতারকে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ইগোর স্টিমাচের শিষ্যরা।
আরও পড়ুন
- ব্যাট হাতে ইতিহাস গড়লেন লিটন
- অবসরের ঘোষণা দিলেন মিচেল স্টার্ক
- বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তামিমের
- নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা
- আরাফাত রহমান কোকো: এক নিভৃতচারী অমর ক্রীড়াশিল্পী : ড. মোর্শেদ হাসান খান
- এমবাপ্পেই পাচ্ছেন রিয়ালের ১০ নম্বর জার্সি
- সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
- পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু টাইগারদের