বগুড়া উপশহরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা
শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ১২:২১ পিএম | আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০১:২৭ পিএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে বেরিয়েছে বগুড়ার সাধারণ শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা অভিযানের পর এবার বগুড়ার উপশহর বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা।
আজ শনিবার (১০ আগস্ট) সকালে বগুড়া উপশহর কাঁচাবাজারসহ বাজারের আন্যান্য দোকানগুলো মনিটরিং করেন শিক্ষার্থীরা।
বাজারে কাঁচা বাজার, মাছ বাজার মাংসের বাজারে মূল্য তালিকা দেখা হয়। কিছু কিছু দোকানের অন্যের তালিকা এখন করে সে অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা।
এ সময় তারা বাজারে সব বিক্রেতাকে বলে আসেন যেন তারা কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হন, নিজেরা যেন কাউকে চাঁদা না দেন । এছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা।
বাজার পরিদর্শন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেট দায়ী করেছে বিক্রেতারা। এছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারের চাঁদাবাজি এবং রাস্তার ওপরে দোকানপাট সিএনজিচালিত অটোস্ট্যান্ড পর্যবেক্ষণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : মোজাহিদ বিল্লাহ
আরও পড়ুন
- লিটারে ১৯ টাকা কমল পাম অয়েলের দাম
- জুলাই মাসে প্রবাসী আয় ২৪৭ কোটি ডলার
- কমলো এলপি গ্যাসের দাম
- একদিনেই বদলি এনবিআরের ৪৯ কর্মকর্তা
- বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার
- ফের বাড়লো সোনার দাম, ভরি ১৭১৬০১ টাকা
- এবার স্বর্ণের দাম কমলো ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা
- ‘নতুন অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা’