কেন্দ্রীয় ব্যাংকের ৪ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ০২:৩৪ পিএম | আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ০২:৩৪ পিএম

শিক্ষার্থীদের আলটিমেটামের পর পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের চার শীর্ষ কর্মকর্তা। তারা হলেন ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো: নাসের।
আজ সোমবার দুই ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তারা। আর কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো: নাসের গভর্নর বরাবর পদত্যাগপত্র পাঠান।
এর আগে দুপুর ১টার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তাকে পদত্যাগের আলটিমেটাম দেন মহিউদ্দিন রনি নামে এক শিক্ষার্থী। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এ আলটিমেটাম দেন তিনি। এরপর একে একে পদত্যাগ করেন চার শীর্ষ কর্মকর্তা।
মহিউদ্দিন রনি বলেন, গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। তাদের দোসরা কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকলে এভাবে দেশের অর্থ আরো লুটপাট হবে। তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবেন। এতে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে।
আরও পড়ুন
- আজ থেকে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হবে সোনা, বেড়েছে রুপার দামও
- সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ টাকা
- দেশের ইতিহাসে আজ সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা
- শ্রমিকদের স্বার্থে আইএলওর তিন কনভেনশনে সই করছে সরকার
- সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের
- প্রথম চালানে ভারতে গেল সাড়ে ৩৭ টন ইলিশ
- গরমে বছরে ২১ হাজার কোটি টাকার ক্ষতি বাংলাদেশের
- ‘বাংলাদেশে উড়োজাহাজ ও এলএনজি রপ্তানি করতে চায় যুক্তরাষ্ট্র’