এস আলম মুক্ত হলো আরো ৩ ব্যাংক
বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ১২:৫০ পিএম | আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ১২:৫০ পিএম

এস আলম গ্রুপের সহযোগী তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) ব্যাংকগুলোর বোর্ড পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পৃথক দুটি আদেশে পর্ষদ বাতিল করা হয়। একই সাথে আদেশে নতুন ৫ জন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। ইউসিবির বিষয়ে আরেকটি নোটিশও প্রস্তুত করছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকগুলো হলো ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
ব্যাংক তিনটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।
গ্লোবাল ইসলামী ব্যাংকের গঠন করা নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নুরুল আমিন। তিনি এনসিসি ও মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান।
গ্লোবাল ইসলামী ব্যাংকের অন্য চার স্বতন্ত্র পরিচালক হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জামাল মোল্লা, ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নুরুল ইসলাম খলিফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক আবু হেনা রেজা হাসান, চার্টার্ড অ্যাউন্টেন্ট মু. মাহমুদ হোসেন।
ইউনিয়ন ব্যাংকের নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরীদ উদ্দীন আহমদ, স্বতন্ত্র পরিচালক হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শেখ জাহিদুল ইসলাম।
জানা গেছে, ইউনিয়ন ব্যাংক নামে-বেনামে ঋণ অনিয়ম করেছে। ব্যাংকটির বিতরণ করা ঋণের সিংহভাগই খেলাপি বা অনিয়মের ঋণে পরিণত হয়েছে। ঋণ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানই এস আলম গ্রুপের। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংকেও রয়েছে নানা ঋণ অনিয়ম। এসব অনিয়মের মাধ্যমে এস আলম গ্রুপ হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এসব ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার দাবি জানায় শেয়ারহোল্ডাররা। ঋণ অনিয়ম রোধ করে ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসব ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়া হবে।
ইউসিবি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে রয়েছেন ব্যাংকের শেয়ার হোল্ডার পরিচালক শরীফ জহীর, শেয়ার হোল্ডার পরিচালক মো. তানভীর খান। এছাড়া স্বতন্ত্র পরিচালক তিনজন হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক ডিএমডি মো. ইউসুফ আলী এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওবায়দুর রহমান এফসিএ।
আরও পড়ুন
- আজ থেকে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হবে সোনা, বেড়েছে রুপার দামও
- সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ টাকা
- দেশের ইতিহাসে আজ সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা
- শ্রমিকদের স্বার্থে আইএলওর তিন কনভেনশনে সই করছে সরকার
- সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের
- প্রথম চালানে ভারতে গেল সাড়ে ৩৭ টন ইলিশ
- গরমে বছরে ২১ হাজার কোটি টাকার ক্ষতি বাংলাদেশের
- ‘বাংলাদেশে উড়োজাহাজ ও এলএনজি রপ্তানি করতে চায় যুক্তরাষ্ট্র’