দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়
রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫ ১১:০০ এএম | আপডেট: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫ ১১:০০ এএম

নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা বাতাসে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
নওগাঁর বদলগাছিতে আজ রবিবার (২৬ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর এটাই চলতি মৌসুমে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।
হিম বাতাস কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কাজের সন্ধানে বের হওয়া নিম্নের মানুষের কমেছে আয় রোজগার। তীব্র ঠান্ডায় ভরা মৌসুমে চাষাবাদে নামতে পারছেন না চাষিরা।
শীতের মধ্যে জীবিকার তাগিদে অনেকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও তাদের পড়তে হচ্ছে বিপাকে।
নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁর মহল্লার বাসিন্দা আব্বাস আলী বলেন, শীতের মধ্যে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। ঠান্ডা বাতাসের কারণে কাজ করতে গিয়ে হাত-পা অবশ হয়ে আসে।
এদিকে শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগ। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে বহির্বিভাগে রোগীর চাপ বেড়েছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
আরও পড়ুন
- ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- আজ যেমন থাকবে রাজধানী ঢাকার আবহাওয়া
- দেশের ৭ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস
- সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, ১ নম্বর সতর্কতা
- দুপুরের মধ্যে রাজধানীসহ ১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
- ১২ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ১ নম্বর সতর্ক সংকেত বহাল