দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা
মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১১:২৪ এএম | আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১১:২৪ এএম
 
                        দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গতকাল সোমবার (২৬ মে) আবহাওয়ার পূর্বাভাসে আজকের বজ্রসহ বৃষ্টির তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা (১ থেকে ৩) ডিগ্রি হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন
- আজ বায়ুদূষণে পঞ্চম ঢাকা, শীর্ষে দিল্লি
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি, আঘাত হানতে পারে যেসব এলাকায়
- দেশজুড়ে মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস
- টানা ৫ দিন অতি ভারি বর্ষণের পূর্বাভাস
- দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের আভাস
- ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- আজ যেমন থাকবে রাজধানী ঢাকার আবহাওয়া
- দেশের ৭ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস
 
                 
                 
                             
                             
                            