দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সোমবার, ১৬ জুন, ২০২৫ ১১:৩২ এএম | আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫ ১১:৩২ এএম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
আজ সোমবার (১৬ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এর আগে রোববার রাতে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছিল, আজ সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এর ফলে দিন ও রাতের তাপমাত্রা আরও কমে আসবে।
পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে অতিভারী বর্ষণও হতে পারে।
আরও পড়ুন
- ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- আজ যেমন থাকবে রাজধানী ঢাকার আবহাওয়া
- দেশের ৭ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস
- সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, ১ নম্বর সতর্কতা
- দুপুরের মধ্যে রাজধানীসহ ১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- ১২ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ১ নম্বর সতর্ক সংকেত বহাল
- দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা