জুলাই যোদ্ধাদের নিজেদের মধ্যে সংঘর্ষ
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ০২:১৪ পিএম | আপডেট: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ০২:১৪ পিএম
জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সকাল সাড়ে ১০টায় অবস্থান নেয় ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি সংগঠন। রাত ১০টার পরপরই হঠাৎ তাদের অবস্থান কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
জুলাই যোদ্ধা সংগঠনের কর্মীদের দাবি, আমরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। কিন্তু রাত বাড়ান সাথে সাথে আমাদের পরিবেশ দূষিত করার জন্য মিডিয়ার সামনে উল্টাপাল্টা কথা বলতে থাকে। এরপরেই তাদেরকে আমরা অহেতুক কথা বলতে বাঁধা দিলে তারা তাদের লোকবল নিয়ে আমাদের উপর চড়াও হয়।
সংগঠনের কর্মীরা দাবি করে, এনসিপির ৩ আগস্ট কর্মসূচিকে কেন্দ্র করে এই লোকেরা ষড়যন্ত্র করে আমাদের উপর হামলা চালিয়েছে। কারণ এখানে আমরা জুলাই সনদ আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করলে এনসিপির সমাবেশ হবে না। তাই এনসিপির সাথে জড়িত এই লোকেরা জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হামলা করে।
অভিযুক্তদের দাবি, আমরা ও জুলাই যোদ্ধা অথচ আমরা পিজি হাসপাতালে থাকা সত্ত্বেও আজকের প্রোগ্রামের খবর পাইনি। পরে আমরা রাতের দিকে অবস্থান কর্মসূচিতে ঢুকতে গেলে তারা আমাদের কাছে জুলাই যোদ্ধা আইডি কার্ড চায়। জুলাই যোদ্ধা প্রমাণ করতে কি আমাদের আইডি কার্ড নিয়ে ঘোরাঘুরি করা লাগবে না কি?
এ সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
আরও পড়ুন
- গুলশানে চাঁদাবাজি: গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা অপু গ্রেপ্তার
- ‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান
- পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের ঢল
- ইজতেমা ময়দানে ১৪৪ ধারা জারি
- যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছরকে শোকজ
- ছাত্রলীগের বিবৃতি প্রচার নিষিদ্ধ
- নাটোরে শহীদ পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
- ফেনীতে ‘আমরা বিএনপি পরিবার’ এর চিকিৎসা সেবা প্রদান