টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুতে তারেক রহমানের শোক
মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ০৪:৪৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ০৪:৪৬ পিএম
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ দেওয়া পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন।
ফেসবুকে দেওয়া শোকবার্তায় তিনি লিখেছেন, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন গতকাল টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
হামিদুল হক মোহন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে তার সুনাম ছিল। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। তিনি বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন সমাদৃত।
তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী মানুষ। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।
আরও পড়ুন
- প্রাণীপ্রেমী রুহুলের পাশে দাঁড়ালেন তারেক রহমান
- মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
- বিজয় দিবসে বিএনপির কর্মসূচি
- ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে
- ওসমান হাদিক বিদেশে নেওয়ার প্রস্তুতি
- হাদির ঘটনার পুনরাবৃত্তি হতে পারে : মির্জা ফখরুল
- মহতুল হোসাইনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
- হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার