খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ০৩:৪৪ পিএম | আপডেট: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ০৩:৪৯ পিএম
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘সবাই বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন; যেন তিনি সুস্থ হয়ে আবার দেশের মানুষের সেবা করতে পারেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমরা জানি, গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।’
রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ারের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
প্রসঙ্গত, ৮০ বছর বয়সি বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রবিবার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন
- দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বে দেখতে চায় : রিজভী
- কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে তারেক রহমানের শোক ও সমবেদনা প্রকাশ
- দেশের দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নির্বাচিত সরকারে মাধ্যমে হওয়া উচিত : তারেক রহমান
- দেশবাসীর দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া
- জামায়াত নেতার শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাহউদ্দিন
- জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল
- দেশে এখনও সন্ত্রাসী কার্যক্রম চলছে: রুহুল কবির রিজভী