এভারকেয়ারে ভিড় না করে নিজ নিজ অবস্থান থেকে দোয়ার আহ্বান রিজভী’র
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ০৩:২৮ পিএম | আপডেট: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ০৩:২৯ পিএম
রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতার জন্য নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার দুপুরে (২৯ নভেম্বর ২০২৫) চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত একটি মানবিক কর্মসূচি শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান রুহুল কবির রিজভী।
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি— আল্লাহ তাআলা যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করেন।’
তিনি জানান, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ম্যাডামের সঙ্গে দেখা করতে হাসপাতালে ভিড় করছেন, এতে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং অন্যান্য রোগীদেরও সমস্যায় ফেলছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘আপনারা আবেগ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, সুস্থতার জন্য মোনাজাত করছেন— এটা স্বাভাবিক। কিন্তু এই ভিড়ের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে। তাই সবার প্রতি আহ্বান, আপনারা নিজ নিজ অবস্থান থেকেই তার জন্য দোয়া করুন।’
তিনি আরও জানান, দেশনেত্রী’র পরিবারের পক্ষ থেকেও হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন
- বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া
- বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের দোয়া-মাহফিল
- দৌলতপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
- বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে এনসিপি নেতারা
- দেশের সব স্তরের মানুষের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
- খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান
- দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বে দেখতে চায় : রিজভী
- কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে তারেক রহমানের শোক ও সমবেদনা প্রকাশ