বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের দোয়া-মাহফিল
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৩ এএম | আপডেট: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৩ এএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অগ্রণী ব্যাংক জিয়া পরিষদ-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসি.’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘অরণাভ’ ও দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয় গত ৩০/১১/২০২৫ ইং তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া এবং স্মরণিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবদুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি.’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ইউট্যাব এর যুগ্ম মহাসচিব প্রফেসর এফ এম আমিনুজ্জামান রিপনসহ জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ, যুগ্ম মহাসচিব মনোয়ারুল ইসলাম, যুগ্ম মহাসচিব সহিদুল হক সহিদ, অগ্রণী ব্যাংক পিএলসি.’র বিভিন্ন পর্যায়ের নির্বাহী,
কর্মকর্তা, কর্মচারীগণ এবং জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসি’র নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসি’র সভাপতি মোঃ সুজাউদ্দৌলা। জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বেগম জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করার পাশাপাশি উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্যের মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা তুলে ধরেন।
আরও পড়ুন
- বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া
- দৌলতপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
- এভারকেয়ারে ভিড় না করে নিজ নিজ অবস্থান থেকে দোয়ার আহ্বান রিজভী’র
- বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে এনসিপি নেতারা
- দেশের সব স্তরের মানুষের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
- খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান
- দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বে দেখতে চায় : রিজভী
- কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে তারেক রহমানের শোক ও সমবেদনা প্রকাশ