1. »
  2. রাজনীতি

গণঅভ্যুত্থানের মাধ্যমে পাওয়া দেশ গঠনের সুযোগ কাজে লাগাতে হবে : মির্জা ফখরুল

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ০২:৫১ পিএম | আপডেট: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ০২:৫১ পিএম

গণঅভ্যুত্থানের মাধ্যমে পাওয়া দেশ গঠনের সুযোগ কাজে লাগাতে হবে : মির্জা ফখরুল

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অধ্যাপক ড. মাহবুব উল্লাহ এবং তার প্রয়াত স্ত্রীর গ্রন্থসমূহের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এসময় দেশ গঠন ও সমাজ পরিবর্তনে অধ্যাপক ড. মাহবুব উল্লাহর অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। একই সঙ্গে বিএনপির রাষ্ট্র মেরামতে ৩১ দফা প্রণয়নের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের অবদানের কথাও স্বীকার করেন মির্জা ফখরুল।

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।