দ্রুতই দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ০২:৪৮ পিএম | আপডেট: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ০২:৪৮ পিএম
বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার পরিস্থিতি না হলে তারেক রহমান খুব দ্রুত দেশে চলে আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় অভি উল্যাহ ভূঁইয়া বাড়ির সামনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘তারেক রহমান দেশের বাইরে আছেন। আমরা তার অপেক্ষায় আছি।
বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাকে যদি দেশের বাহিরে আবার নিতে হয়, তাহলে লন্ডন গিয়ে চিকিৎসা নিতে হলে, সেখানে ছেলেকে থাকতে হবে। আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন। হয়তো বা দুই-চার-১০ দিনের মধ্যে তিনি চলে আসবেন।
তিনি আরো বলেন, ‘এবার ভোটটা কঠিন, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগতো পালিয়ে গেছে। অত্যাচার নির্যাতন করে ভোট করার অবস্থা তারা রাখেনি। দেশে ভোট হবে।
অনেক রাজনৈতিক দল ভোট করবে। তারা কি বলছে, আর বিএনপি কি বলছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে থেকে যে কাজটা করবে মা-বোনদের সামনে থেকে তা বুঝিয়ে দেওয়া।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।
আরও পড়ুন
- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ হাদি’র পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান
- ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক
- বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেকৃবিতে এ্যাবের দোয়া মাহফিল
- অতি সত্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল
- নির্বাচনে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে : মির্জা ফখরুল
- গণঅভ্যুত্থানের মাধ্যমে পাওয়া দেশ গঠনের সুযোগ কাজে লাগাতে হবে : মির্জা ফখরুল
- প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির প্রতীক : তারেক রহমান
- ঢাকা পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান