1. »
  2. রাজনীতি

ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ০৩:১৪ পিএম | আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ০৩:১৯ পিএম

ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী নির্বাচনি প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হয়েছেন। 

আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা করার সময় অজ্ঞাত ব্যক্তি বাইকে এসে গুলি করে পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, হাদীর মাথায় হাত দিয়ে ধরে আছেন হাদী আর তাকে ইলেকট্রিক রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। পুরো শরীরে রক্তে গড়িয়ে পরছে।

জানা যায়, এর আগে তাকে বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হচ্ছিলো কিন্তু তিনি সেগুলোকে পাত্তা দেননি।