1. »
  2. খেলার মাঠ

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে পাকিস্তানের চিঠি

বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ ১১:৩৭ এএম | আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ ১১:৩৭ এএম

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে পাকিস্তানের চিঠি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো যদি-কিন্তুতে আটকে আছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চায় ভারতেই যেন ম্যাচগুলো খেলতে যায় টাইগাররা। এ নিয়ে বিসিবিকে রাজি করাতে আইসিসির চেষ্টা চললেও এখনো সমাধান মেলেনি। এরই মধ্যে গ্রুপ কিংবা ভেন্যু পরিবর্তনের সম্ভাবনার কথাও আলোচনায় এসেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিসিবির অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে পিসিবির গভর্নিং বডি। বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানায়। এই ইস্যুতে সমাধানের জন্য আজ (বুধবার) একটি সভা ডেকেছে আইসিসি। তবে পিসিবির চিঠি পাওয়ার পরই সেই সভা ডাকা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আইসিসি যখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে, ঠিক সেই সময় বাংলাদেশের পক্ষে পিসিবির অবস্থান কিছুটা বিস্ময় তৈরি করেছে। যদিও ধারণা করা হচ্ছে, এই চিঠি আইসিসির সিদ্ধান্তে বড় কোনো প্রভাব ফেলবে না। 

ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ইস্যুতে ভেন্যু বা সূচি পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। গত সপ্তাহে বিসিবি ও আইসিসির সর্বশেষ বৈঠকেও উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড় ছিল।

বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটাতে একাধিকবার আলোচনা হলেও এখনো কোনো সমাধান আসেনি। আইসিসি নাকি বিষয়টি পুনর্বিবেচনার জন্য ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে—এমন দাবি করা হলেও বিসিবি তা অস্বীকার করে জানিয়েছে, তারা কোনো নির্দিষ্ট ডেডলাইন পায়নি।

এরই মধ্যে বিশ্বকাপ শুরুর সময় ঘনিয়ে আসছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, লিগপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতা ও একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।

উল্লেখ্য, গত বছর থেকেই পাকিস্তানও ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানায়। ফলে ভারত-পাকিস্তান ম্যাচগুলো হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়। একই প্রেক্ষাপটে বাংলাদেশের সিদ্ধান্তের পক্ষে শেষ মুহূর্তে পাকিস্তানের সমর্থন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর আগে গুঞ্জন ছড়িয়েছিল—বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে সরিয়ে নেওয়া হতে পারে কিংবা বাংলাদেশ না খেললে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে। তবে এসব আলোচনা শেষ পর্যন্ত গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে এবং পিসিবি প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।