পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত
মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪ ১২:৩৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪ ১২:৩৩ পিএম

রাজশাহীর পুঠিয়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেডিক্যাল কলেজের ছাত্রসহ দু’জন নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে পুঠিয়া-তাহেরপুর রোড়ের বাসুপাড়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেডিক্যাল কলেজশিক্ষার্থীর নাম মহব্বত আলী (২৪)। তিনি রংপুর মেডিক্যাল কলেজের ইন্টার্ন শিক্ষার্থী। নিহত আরেকজন হলেন- সাঈদ হোসেন। তিনি রাজশাহীর একটি কলেজে অনার্সের ছাত্র ও তেতুলিয়া গ্রামের জেকের আলীর ছেলে।
জানা যায়, ঘটনাস্থলেই ওই দু’জন মারা যান। মহব্বতের বাড়িও তেতুলিয়া গ্রামে। তিনি আক্কাস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী জিমি মণ্ডল জানান, মহব্বত আলী ও তার সঙ্গী জাফর একটি মোটরসাইকেলে করে তাহেরপুরের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা ভাই ভাই স্পেশাল (রাজ মেট্রো-ব-১১-০০৯২) পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে সেখানেই দু’জন নিহত হয়।
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, মেডিক্যাল কলেজের ছাত্রসহ দু’জন নিহত হয়েছেন। ঘটনানাটি খুব দুঃখজনক।
পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনসার আলী জানান, নিহত দু’জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন বাসটি আটক করেছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। নিহদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে।
আরও পড়ুন
- ডিএনএ টেস্টে শনাক্ত হলো ৫ লাশের পরিচয়
- ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০
- ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত: চালক গ্রেপ্তার
- নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
- রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় নারীসহ ২ পরিচ্ছন্নকর্মী নিহত
- কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
- দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩