কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪ ০১:৫৩ পিএম | আপডেট: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪ ০১:৫৩ পিএম

কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সরকারটারি গ্রামের শহিদুল ইসলাম (৪৮) ও তার ছেলে বিপ্লব (২৫)।
স্থানীয়রা জানান, রোববার পৌনে ৯টার দিকে ভূরুঙ্গামারী থেকে কাজ শেষে তারা একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী ইউনিয়নের তালতলা ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি নম্বর প্লেট ও রেজিস্ট্রেশনবিহীন ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যান। তবে এ ঘটনার পরই ভটভটির চালক ও হেলপার দু’জনই পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন
- ডিএনএ টেস্টে শনাক্ত হলো ৫ লাশের পরিচয়
- ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০
- ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত: চালক গ্রেপ্তার
- নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
- রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় নারীসহ ২ পরিচ্ছন্নকর্মী নিহত
- কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
- দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩