মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩
সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪ ০৪:৩৬ পিএম | আপডেট: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪ ০৪:৩৬ পিএম

ময়নসিংহের মুক্তাগাছায় ট্রাক-ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোচালকসহ চার জন আহত হয়েছেন।
আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ময়নসিংহ-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার ভাবকিরমোড় চেরুমন্ডল নির্মাণাধীন ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো: ফারুক আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বেলা ২টার দিকে মুক্তাগাছা থেকে একটি ট্রাক নির্মাণাধীন ব্রিজের ডাইবেশন রোড দিয়ে যাচ্ছিল। এ সময় কালীবাড়ী থেকে মুক্তাগাছাগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ ৩ জন নিহত হয়। অন্যদিকে অটোচালকসহ গুরুতর আহত ৪ জনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন উপজেলার বিনোদবাড়ি মোনকোন গ্রামের মাওলানা নজরুল ইসলামের হাসিনা বেগম (৪০) ও তার ৩ বছরের মেয়ে আদিবা। এ ছাড়া গোড়শাইল গ্রামের মৃত উশ্বর্নী চন্দ্র দাসের ছেলে মিনাল চন্দ্রও নিহত হয়।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো: ফারুক আহমদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে।
আরও পড়ুন
- ডিএনএ টেস্টে শনাক্ত হলো ৫ লাশের পরিচয়
- ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০
- ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত: চালক গ্রেপ্তার
- নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
- রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় নারীসহ ২ পরিচ্ছন্নকর্মী নিহত
- কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
- দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩