বগুড়ায় ট্রাকের ধাক্কায় ৩ বন্ধুর মৃত্যু
রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৫১ পিএম | আপডেট: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৫১ পিএম
বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।
গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কাহালু উপজেলার দোগাছি ছয়ঘরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২২) নুনু প্রামাণিকের ছেলে রাকিব প্রামাণিক (১৭) এবং একই গ্রামের মিজান (১৮)। নিহতরা সকলেই পেশায় কাঠমিস্ত্রি।
কাহালু থানার এসআই মাসুদ আলী জানান, ওই তিন যুবক মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কাহালু উপজেলার কাজীপাড়ায় গরুর নেহারি খেতে যাচ্ছিলেন। দরগাহাট পার হয়ে বগুড়া ভান্ডারের সামনে নওগাঁমুখী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৯টার দিকে তিনিও মারা যান।
আরও পড়ুন
- নারায়নগঞ্জে সিমেন্ট কারখানায় বিষ্ফোরণে দগ্ধ ৬
- পাবনায় মালবাহী ট্রাকচাপায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩
- সুনামগঞ্জে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, মা-মেয়ে নিহত
- খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১
- মিরপুরের অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন
- কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
- চট্রগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ
- কুমিল্লায় চলন্ত প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪