ট্রেনে কাটা পড়ে বাম পায়ের সব আঙ্গুল হারালেন অধ্যাপক আনু মুহাম্মদ
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ১২:৫৬ পিএম | আপডেট: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ১২:৫৬ পিএম
রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে পায়ের আঙ্গুল কাটা কাটা পড়ে আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তেল, গ্যাস, খনিজ সম্পদ-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের।
আজ রবিবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকের ওই দুর্ঘটনায় তার বাম পায়ের সব আঙ্গুল কাটা পড়ে বলে জানা গেছে।
জানা যায়, খিলগাঁওয়ে ট্রেনে বা পায়ের আঙ্গুল কেটে যাওয়ার পর দ্রুত আনু মুহাম্মদকে নেওয়া হয় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। সেখানেই তার চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, বাম পায়ে আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
অধ্যাপক আনু মুহাম্মদের বাম পায়ের পাঁচটি আঙুলই কাটা পড়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
- নারায়নগঞ্জে সিমেন্ট কারখানায় বিষ্ফোরণে দগ্ধ ৬
- পাবনায় মালবাহী ট্রাকচাপায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩
- সুনামগঞ্জে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, মা-মেয়ে নিহত
- খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১
- মিরপুরের অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন
- কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
- চট্রগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ
- কুমিল্লায় চলন্ত প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪